সারা বাংলা

উচ্ছেদকৃত জায়গায় আবার স্থাপনা নির্মাণ

ঢাকা-সিলেট মহাসড়কে গুরুত্বপূর্ণ স্থান হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ব্রিজ এলাকা। এখানে বাস থামার স্টপেজ থাকায় প্রতিদিন শত শত লোক চলাচল করে।

এ স্টপেজে সরকারি জমি পতিত থাকায় স্থানীয়রা সেখানে শতাধিক দোকান তৈরি করে।

২০০১ সালে মহাসড়ক চালু হওয়ার পর সওজের পক্ষ থেকে কয়েক বার সেই দোকান উচ্ছেদ করা হয়েছে। এর কয়েক মাস পরে সেই জায়গায় আবার অবৈধ স্থাপনা নির্মাণ শুরু হয়।

গত ২৯ অক্টোবর অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এবারও সেই পুরনো চিত্র। একইভাবে গড়ে তোলা হচ্ছে অবৈধ স্থাপনা। এর সঙ্গে সড়কের উপরে টমটমসহ বিভিন্ন যানবাহন পার্কিং করে রেখে যানজট সৃষ্টি করা হচ্ছে।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি কে এম মনিরুজ্জামান বলেন, তিনি মাত্র এই কর্মস্থলে যোগ দিয়েছেন। যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। মামুন চৌধুরী/বকুল