সারা বাংলা

চট্টগ্রাম বিমানবন্দরেও ‘করোনা ভাইরাস’ সতর্কতা

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের ‘করোনা ভাইরাস’ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এই লক্ষ্যে বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে ট্রানজিট হয়ে চট্টগ্রামে আসা চীনের যাত্রীদের শরীর স্ক্রিনিং করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই জামান সতর্কতার বিষয়টি নিশ্চিত করে রাইজিংবিডিকে জানান, চীনের করোনা ভাইরাসের ব্যাপারে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও সতর্কতামূলক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তবে চট্টগ্রামের সঙ্গে চীনের সরাসরি কোনো ফ্লাইট নেই। তবে বিভিন্ন বিমানবন্দর ট্রানজিট হয়ে চীন থেকে যদি কোনো যাত্রী চট্টগ্রাম বিমানবন্দরে আসেন তবে তাদের শরীরের প্রয়োজনীয় ভাইরাস স্ক্রিনিং করার উদ্যোগ নেয়া হয়েছে।

বিমানবন্দরে সার্বক্ষণিক মেডি‌ক‌্যাল টিম কাজ করছে। চীন থেকে আসা কোন যাত্রী যদি বিমানবন্দরের ইমিগ্রেশনে আসেন তবে বিষয়টি যেন সঙ্গে সঙ্গে বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ও মেডি‌ক‌্যাল টিমকে অবহিত করা হয় সে ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, করোনা ভাইরাস এক ধরনের শ্বাসতন্ত্রের রোগ। যা মানুষের শরীরের মাধ্যমেই ছড়াচ্ছে বলে ইতিমধ্যে চীন সতর্কতা জারি করেছে।

পড়ুন: চট্টগ্রাম/রেজাউল/বুলাকী