সারা বাংলা

‘পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি করতে হবে’

পেঁয়াজ আমদানি না করে উৎপাদন বৃদ্ধির কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, আমদানি নির্ভর না থেকে দেশে পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি করতে হবে। উৎপাদন বাড়ানোর জন্য সরকার নানা পরিকল্পনা নিয়েছে।

শুক্রবার দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, চালের দাম বৃদ্ধিতে মধ্যস্বত্বভোগী উপকৃত হলে খাদ্য মন্ত্রণালয় অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

আসন্ন ঢাকার দুটি সিটি কর্পোরেশনের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, মানুষ এখন ফেয়ার ভোট চায়। ফেয়ার ভোট করতে ইভিএম পদ্ধতি নেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রমুখ। কাঞ্চন/বকুল