সারা বাংলা

‘বাঁধের কাজে অনিময় হলে ব্যবস্থা’

হাওর রক্ষা বাঁধের কাজে কেউ অনিয়ম করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রোকন উদ-দৌলা এ কথা বলেছেন। 

তিনি বলেন,‘পানি উন্নয়ন বোর্ড নিয়ে মানুষের মাঝে এক সময় নেতিবাচক ধারণা ছিল, সেটা পরিবর্তন হয়েছে। কর্মকর্তারা দিনরাত মাঠে কাজ করছেন।’

শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতিবিনিময় তিনি এসব কথা বলেন।

পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. নিজামুল হক ভুইয়া জানান, গত বছর ২৫ ডিসেম্বর হাওরে বাঁধের কাজের অগ্রগতি যেখানে শূন্য ছিল, এবার এই সময়ে গড়ে ৩০শতাংশ কাজ শেষ হয়েছে। এটা ইতিবাচক দিক। আল আমিন/ইভা