সারা বাংলা

সরকারিভাবে হজে যাওয়ার আহ্বান ধর্মপ্রতিমন্ত্রীর

দালালদের খপ্পরে না পড়ে সরকারিভাবে হজে যাওয়ার আহবান জানিয়েছেন ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

তিনি বলেন, এ বছর সারা দেশে থেকে ১৭ হাজারেও বেশি হাজি পাঠানো   হবে।

শনিবার দুপুরে গোপালগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উদ‌্যোগে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক ও ওলামা-মাশায়েখদের সাথে অনুষ্ঠিত মতবিনিমিয় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারিভাবে হজে গেলে নিরাপত্তা ও হজ পালন করার সমস্ত পদ্ধতি অত্যন্ত সুন্দরভাবে করা যায়। সরকারি পর্যায়ে কোনো দালাল থাকে না। খাওয়া-দাওয়ার কষ্ট নেই। টাকা একটু বেশি লাগে। তাই দালালদের খপ্পরে বা চক্রান্তে না পড়ে সরকারিভাবে হজে যাওয়ার আহ্বান জানান তিনি।

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, পুলিশ সুপার আসলাম খান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আনিসুজ্জামান সিকদার, গোপালগঞ্জ ইসলামিক ফাইন্ডেশনের উপ-পরিচালক আবু অবায়দা মাস-উ-দুল হক, কাজুলিয়া মাদ্রাস মোহতামিম মাওলানা আবুল কালাম বক্তব্য রাখেন।

সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী যাকাতের টাকায় পরিচালিত সেলাই প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৯ জন প্রশিক্ষনার্থীদের মধ্যে ৯টি সেলাই মেশিন এবং মসজিদভিত্তিক বিভিন্ন পাঠাগারে ১৪টি আলমিরা প্রদান করেন।

 

গোপালগঞ্জ/বাদল সাহা/সাইফ