সারা বাংলা

রমজানে নিত্যপণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি।

তিনি বলেন, আসন্ন রমজান মাসের জন্য টিসিবিতে তেল ও চিনির পর্যাপ্ত মজুদ রয়েছে।

শনিবার সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, গত রমজানে টিসিবিতে (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) তেলের মজুদ ছিল ৩ হাজার মেট্রিক টন। এবার প্রায় ২০ গুণ বেশি অর্থাৎ ৫০ হাজার মেট্রিক টনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর যে পরিমাণ চিনি আছে, তাতে রমজানে ঘাটতি হবে না।

তিনি বলেন, রমজানে নতুন পেঁয়াজ বাজারে থাকবে। আবার কিছু আমদানিও করা হবে।

এ বছর ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ এবং দাম বৃদ্ধির প্রসঙ্গ টেনে  বাণিজ্যমন্ত্রী বলেন, ‘‘ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ আমাদের জন্য বড় শিক্ষা। এখন দেশে উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে। কৃষকরা যাতে দাম পায়, সেই চেষ্টা করা হবে।’’

বিষয়টি নিয়ে কৃষি মন্ত্রণালয়ও কাজ করছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

 

রংপুর/নজরুল মৃধা/বকুল