সারা বাংলা

হিলি চেকপোস্ট থেকে ইলিশ জব্দ

ভারতে পাচারকালে হিলি চেকপোস্ট থেকে দুই মণের বেশি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

রোববার ভারতীয় ট্রাক থেকে মাছগুলো জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির হিলি সিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার ইলিয়াছ মিয়া জানান, ভারত থেকে পাথর নিয়ে আসা একটি ট্রাক হিলি বন্দরে পণ্য খালাস করে। ভারতে ফিরে যাওয়ার সময় ট্রাকে করে অবৈধভাবে ইলিশ মাছ নিয়ে যাচ্ছিল। হিলি আইসিপি চেকপোস্টে দায়িত্বরত বিজিবির নায়েক রাকিব হোসেন ট্রাকটিতে তল্লাশি করে। সেখান থেকে দুই মণের বেশি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। মোসলেম/ইভা