সারা বাংলা

অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ২

মৌলভীবাজার সদর উপজেলার বাউরভাগে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী মুজাহিদুর রহমান ও আল আমিন।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরো চারজন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন জানান, সকালে ঘন কুয়াশার মধ্যে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী মুজাহিদুর রহমান মারা যান। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে আল-আমিন মারা যান। নিহত ও আহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। সাইফুল্লাহ/বুলাকী