সারা বাংলা

নরসিংদীতে ঐতিহ্যবাহী রশিটান খেলা

নরসিংদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা রশিটান (কাছিটান) টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শিবপুর পূর্বপাড়া মাছের প্রজেক্ট সংলগ্ন মাঠে এই খেলা হয়। খেলার আয়োজন করে শিবপুর তরুণোদয় সংঘ।

কাছিটান দেখতে ভিড় জমায় নানা বয়সের কয়েক হাজার দর্শনার্থী। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় আনন্দে মেতে উঠেন সবাই।

খেলায় সভাপতিত্ব করেন শিবপুর পৌরসভার কাউন্সিলর সৈয়দ মো. বাদল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

এ খেলা উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহীন মিয়া। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ দুলাল ও যুবলীগ নেতা সৈয়দ আলম।

কাছিটান প্রতিযোগিতা পরিচালনা করেন আবুল হারিস মেম্বার ও আব্দুল বাছেদ। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিবপুর উপজেলার যোশর ইউনিয়ন যুব সংঘ বনাম জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা যুব সংঘ। এতে যোশর ইউনিয়ন যুব সংঘ বিজয় লাভ করে।

 

হানিফ/মাহি