সারা বাংলা

আত্মসমর্পণ করলেন ২১ ইয়াবা কারবারি

কক্সবাজারে স্বাভাবিক জীবনে ফেরার আশায় ২১ ইয়াবা কারবারি আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণকারীদের ফুল দিয়ে বরণ করা হয়েছে। এটি দ্বিতীয় দফায় ইয়াবা কারবারিদের আত্মসমর্পণ।

সোমবার বিকেলে টেকনাফ সরকারি কলেজ মাঠে জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুকের কাছে তারা আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারী মো. তৈয়ব প্রকাশ মধু বলেন, এই ঘৃণ্য ইয়াবা কারবারে জড়িত হয়ে শান্তিতে নিজ বাড়িতে ঘুমাতে পারেননি। পুলিশের অভিযানের ভয়ে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়িয়েছেন। এমনকি, আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারেননি।

আরেক আত্মসমর্পণকারী আব্দুল আমিন বলেন, আগামী দিনগুলো সুন্দরভাবে বউ-বাচ্চা নিয়ে বসবাস করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণের পথ বেছে নিয়েছেন।

যারা আত্মসমর্পণ করেছেন

টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়ার মৃত লাল মিয়ার ছেলে আবুল কালাম ওরফে কালা সওদাগর (৪৯); মৃত আমির হোসেনের ছেলে আব্দুল আমিন ওরফে আবুল (৩৯); সাবরাং ইউনিয়নের লেজির পাড়ার মৃত হাজী মকতুল হোসেনের ছেলে মোহাম্মদ ইদ্রিস (৫৭); টেকনাফ পৌরসভার নামার বাজার এলাকার আব্দুল জলিলের ছেলে মোহাম্মদ ইসমাঈল (৩১);  সাবরাং ইউনিয়নের খয়রাতি পাড়ার মো. আবুল কালামের ছেলে মোহাম্মদ সাদ্দাম (২৭); টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়ার সুলতান আহম্মদের ছেলে বশির আহম্মদ (৪০); সাবরাং ইউনিয়নের সিকদার পাড়ার মৃত ছৈয়দুর রহমানের ছেলে আব্দুল গফুর (২৬); টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়ার হাজী ফজল আহম্মদের ছেলে মোহাম্মদ রিদুয়ান (২২); উত্তর লম্বরী পাড়ার জহির আহমদের ছেলে মোহাম্মদ তৈয়ব ওরফে মধু তৈয়ব (৩৮); হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার ফকির আহম্মদের ছেলে নুর মোহাম্মদ (২৮); সিকদার পাড়ার নুর কবিরের ছেলে ইমাম হোসেন (৩০); হোয়াইক্যং ইউনিয়নের হোয়াইক্যং উত্তর পাড়ার মৃত আব্দুর শুক্কুরের ছেলে ফরিদ আলম (৪৮); টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়ার হাজী ফজল আহম্মদের ছেলে আব্দুর রাজ্জাক (৩০); ছৈয়দ হোসেনের ছেলে মোহাম্মদ রাসেল ওরফে হাজী রাসেল (২৯); রুহুল আমিনের ছেলে ফজল করিম (২৬); হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালিয়া পাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে শাহাদাত হোসাইন (২৮);  টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়ার মৃত কামাল হোসেনের ছেলে আব্দুল নুর (৩৯); টেকনাফ সদর ইউনিয়নের বিজিবি ক্যাম্প মাঠপাড়ার ফজলুর রহমানের ছেলে মোহাম্মদ জাহেদ উল্লাহ (২৪); সাবরাং ইউনিয়নের সিকদার পাড়ার হাজী আমির হোসেনের ছেলে মোহাম্মদ হোসেন ওরফে কালু (২৮); হ্নীলা ইউনিয়নের উলুচামারী কোনারপাড়ার আবুল কালামের ছেলে মিজানুর রহমান (২৩) এবং কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পশ্চিম লারপাড়ার মৃত আবুল হোসেন সওদাগরের ছেলে ইমাম হোসেন (৪৩)।

ইয়াবা ও অস্ত্র উদ্ধার

আত্মসমর্পণকৃত ইয়াবা কারবারিরা আত্মসমর্পণকালে কক্সবাজার জেলা পুলিশের কাছে তাদের হেফাজতে থাকা ২১ হাজার ইয়াবা ট্যাবলেট ও ১০টি দেশীয় তৈরি এলজি জমা দেয়।

২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি ১০২ জন চিহ্নিত ইয়াবা কারবারি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর উপস্থিতিতে আত্মসমর্পণ করেন। সুজাউদ্দিন/বকুল