সারা বাংলা

জমি লিজ নিয়ে মালিক হওয়ার পাঁয়তারা!

মেহেরপুরের মুজিবনগরে জমি লিজ নিয়ে মালিক হওয়ার পাঁয়তারা করছেন লিজ গ্রহীতা মোজাম্মেল হক ওরফে মজনু।

মজনু মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের গোপালনগর গ্রামের মৃত শাহাদত মণ্ডলের ছেলে।

তিনি প্রায় দুই দশক আগে পার্শ্ববর্তী রামনগর গ্রামের শামিমা ও তার ছেলে আরিফের নামীয় ২৫ শতাংশ জমি লিজ নেন। প্রায় ১৫ বছর লিজের টাকা পরিশোধ করলে সম্প্রতি ৫/৬ বছর ধরে লিজের টাকা পরিশোধ করছেন না বরং ওই জমি নিজের দাবি করে মজনু মেহেরপুর সাবজজ আদালতে দেওয়ানি মামলা করেছেন।

ভূক্তভোগী শামীমা জানান, ১৯৭৪ সনের ৪৫ নম্বর আইনের বিধান মতে সরকারের অর্পিত সাবেক মালিক ভারতের (বর্তমান অবস্থান) কনি হালদারের পুত্র শিবু হালদার দিগরের সঙ্গে এক একর দুই শতাংশ জমি বিনিময় করেন রামনগর গ্রামের বাসিন্দা ইদবারীর ছেলে সিয়াম।

সিমায়ের মেয়ে ও নাতি হিসেবে যথাক্রমে তিনি ও তার ছেলে আরিফ বর্তমানে ওই জমির মালিক। তাদের মা ও ছেলের নামে ওই জমির নাম খারিজ করা আছে।

তিনি আরো জানান, ওই জমির এসএ ও আরএস রেকর্ড তার পিতার নাম ছিল। প্রায় দু’দশক আগে সিয়ামের নিকট থেকে মৌখিকভাবে ২৫ শতাংশ জমি লিজ নেন গোপালনগর গ্রামের মোজাম্মেল হক ওরফে মজনু। গেল ৫/৬ বছর ধরে আর লিজের টাকা দিচ্ছেন না মজনু।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, মজনু ওই জমি নিজের নামে করতে মেহেরপুর সাবজজ আদালতে এক দেওয়ানি মামলা করেছেন। যার মামলা নং- ১৪৬/১৯।

প্রতারক মজনুর দাবি, এলাকার জমিদারদের নিকট থেকে ওই জমি একশত বছরের লিজ নিয়েছেন তিনি।

এদিকে গোপালনগর গ্রামের আজমত উল্লাহ মাস্টার, আলতাফ হোসেন ও নূর ইসলাম সকলেই মজনুর কথায় দ্বিমত পোষণ করেছেন।

এদিকে অসহায় শামিমা ও তার ছেলে আরিফ এ ঘটনার সঠিক বিচার দাবিতে সাংবাদিক ও সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরছেন। মহাসিন/বুলাকী