সারা বাংলা

‘সন্তানকে স্মার্ট করবে ভালো বই’

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, স্মার্টফোন নয়, সন্তানকে স্মার্ট করবে ভালো বই। 

চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত অমর একুশে বইমেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সোমবার নগরের এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম চত্বরে বঙ্গবন্ধুকে নিবেদিত এ বইমেলার উদ্বোধন করেন মন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, ‘আজকাল অনেক অভিভাবকদের দেখা যায় সন্তানের বয়স ১০ বা ১২ না পার হতেই তার হাতে স্মার্টফোন তুলে দেন। কিন্তু তারা বোঝেন না যে, একটি স্মার্টফোন দিয়ে অনেক অপশনে কাজ করা যায়। স্মার্টফোন ব‌্যবহার করে সন্তান নানামুখী অনৈতিক, অসামাজিক কর্মকাণ্ড করতে পারে। অভিভাবকদের স্মার্ট ফোনের ইতিবাচক দিকের পাশাপাশি নেতিবাচক দিকগুলোর কথা মাথায় রাখতে হবে। মনে রাখতে হবে স্মার্টফোন নয়, সন্তানকে স্মার্ট করতে পারে একটি ভালো বই।’

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম/রেজাউল/ইভা