সারা বাংলা

পরীক্ষায় প্রক্সি দেয়ায় যুবকের কারাদণ্ড

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দেয়ার দায়ে আজিজুল খান (২০) নামের এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। প্রকৃত পরীক্ষার্থী আজিজুল হাওলাদারকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান এ সাজা দেন।

আজিজুল খান কোটালীপাড়া উপজেলার নারায়ন খানা গ্রামের আওয়াল খানের ছেলে ও মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের রসায়ন বিভাগে স্নাতক প্রথম বর্ষের ছাত্র। আজিজুল হাওলাদার একই উপজেলার হাবিব হাওলাদের ছেলে ও শুয়াগ্রাম দয়াল হালদার উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আজ গণিত পরীক্ষা হয়। সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনিস্টিটিউশন কেন্দ্রে প্রকৃত পরীক্ষার্থী আজিজুল হাওলাদারের স্থলে আজিজুল খান পরীক্ষা দিতে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে আজিজুল খানকে আটক করা হয়। প্রবেশপত্র ও রেজিস্টেশন কার্ড যাচাই ও জিজ্ঞাসাবাদ করা হলে সে অন্যের (আজিজুল হাওলাদার) হয়ে পরীক্ষা দেয়ার (প্রক্সি) কথা স্বীকার করে।

 

গোপালগঞ্জ/বাদল সাহা/রফিক