সারা বাংলা

‘জঙ্গি, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ চলবে’

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, জঙ্গি, মাদক কারবারি, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ চলবেই। এদেরকে সম্পূর্ণ নির্মূল করতে হবে। তাদের স্থান এ দেশে হবে না। এজন্য সব শ্রেণি-পেশার মানুষদের এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার বেলা ১২টায় বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে মাদকবিরোধী সাইকেল র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

র‌্যাবের মহাপরিচালক বলেন, যারা মাদকের সাথে জড়িত তাদের সুপথে আনার দায়িত্ব আমার, আপনার, সকলের। মাদক নির্মূলের যুদ্ধে আমরা বিজয়ী হব। কারণ, বাঙালি জাতি কখনো পরাজিত হয়নি।

তিনি আরো বলেন, আজকের ছাত্ররাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাই তাদেরকে সেভাবে এখন থেকে প্রস্তুত হতে হবে। এ দেশ একসময় গরিব ছিল। কিন্তু আজ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বিশ্বে আমরা এখন উন্নয়নের রোল মডেল। আগামীতে উন্নত দেশের নেতৃত্ব আজকের ছাত্রদেরই দিতে হবে।

র‌্যাব -১২ এর অধিনায়ক লেফটেন‌্যান্ট কর্নেল মোহাম্মাদ খাইরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি হাফিজ আক্তার, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার, বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভূইয়া, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শাহজাহান আলী, র‌্যাব-১২ এর বগুড়া স্পেশালাইজড ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি রওশন আলী প্রমুখ।

মাদকবিরোধী সাইকেল র‌্যালিটি শহরের ফুলবাড়ীস্থ আজিজুল হক কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে সূত্রাপুরস্থ সেন্ট্রাল হাই স্কুল ক্যাম্পাসে শেষ হয়। এতে শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়।

একই দিন বিকেলে বগুড়া পুলিশ লাইনস মাঠে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকবিরোধী আলেম-ওলামা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন র‌্যাবের মহাপরিচালক। এখানে হাজার হাজার আলেম-ওলামা উপস্থিত ছিলেন।

আলেমদের উদ্দেশে বেনজীর আহমেদ বলেন, দেশের উন্নয়নের বড় বাধা মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস। যুবসমাজ মাদকাসক্ত হলে দেশ ধ্বংস হয়ে যাবে। সমাজে আলেম-ওলামাদের নেতা হিসাবে মানুষ ভক্তি করে। আপনারাই পারেন সমাজকে সুস্থ করে গড়ে তুলতে।

আলেম-ওলামা সমাবেশে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূইয়া। সমাবেশে আরো বক্তব্য রাখেন র‌্যাব সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তাফা সারোয়ার, রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া জামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল হক হ্ককানী, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রুহল আমিন বাবলু প্রমুখ। বগুড়া/আখাতরুজ্জামান/রফিক