সারা বাংলা

রাজশাহীতে আ’লীগের সম্মেলনে সংঘর্ষে আহত ১০

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলনে শনিবার দুপুরে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। তবে সংশ্লিষ্ট বাগমারা থানার ওসি সংঘর্ষ হয়নি বলে দাবি করেছেন।

প্রত্যক্ষদশীরা জানান, সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী বাবু ওরফে আর্ট বাবু কয়েকজন সহযোগী নিয়ে সম্মেলনস্থল তাহেরপুর ডিগ্রি কলেজ মাঠে আসেন। এ সময় তাহেরপুর পৌরসভার মেয়র ও বর্তমান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম ২০-২৫ জন সহযোগী নিয়ে আর্ট বাবুর সমর্থকদের ওপর হামলা চালায়। লাঠিপেটা করে সেখান থেকে তাদের বের করে দেন কালামের সহযোগীরা। এ সময় আর্ট বাবুসহ ১০ জন নেতা-কর্মী আহত হন।

এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে সময় টিভির ক্যামেরাপারসন হাবিবুর রহমান পাপ্পুকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। মেয়র কালামের সমর্থকরা তার ক্যামেরা ভাঙচুর করে। পরে অতিরিক্ত পুলিশ পাহারায় আর্ট বাবু ঘটনাস্থল ত্যাগ করেন।

বাগমারা থানার ওসি আতাউর রহমান বলেন, সংঘর্ষ হয়নি। দুইপক্ষের মধ্যে উত্তেজনা ছিল। সামান্য হট্টগোলের পর পুনরায় সম্মেলনের কাজ শুরু হয় বলে দাবি করেন পুলিশের এই কর্মকর্তা। রাজশাহী/তানজিমুল হক/বকুল