সারা বাংলা

‘নেতারা নৌকা ফুটা করে, কর্মীরা নয়’

‘যতবারই নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ বিজয়ী হয়েছে কর্মীদের প্রচেষ্টায়, নেতাদের নয়। নেতারা সব সময় নৌকা ফুটা করে, কর্মীরা নয়।’

শনিবার সকালে বরগুনার পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশে এসব কথা বলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন।

তিনি বলেন, আমি এ নিয়ে তিনবার নির্বাচিত হয়েছি। নৌকার বিজয়ের পেছনে প্রচেষ্টা ও শ্রম ছিল কর্মীদের। এর আগে গোলাম মজিবুল হক থেকে শুরু করে গোলাম কবীর, গোলাম সরওয়ার হিরুসহ অন্য নেতাদের হারের পেছনে কারণ ছিল আওয়ামী লীগের নেতাদের নৌকার বিরুদ্ধাচরণ। কিন্তু গোলাম সবুর টুলু মনোনয়ন পাওয়ার পর বেতাগী উপজেলা সংসদীয় আসনে যুক্ত হওয়ায় তিনি নির্বাচিত হন। তার মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত আমি সাংসদ হচ্ছি কর্মীদের কারণেই।

আওয়ামী লীগের নেতাদের একাত্ম হয়ে এলাকার উন্নয়নে কাজ করার অনুরোধ জানান শওকত হাচানুর রহমান রিমন।

পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পাথরঘাটা কলেজ মাঠে এ কর্মী সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সাংসদ নাদিরা সবুর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল আহসান মহারাজসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বরগুনা/রুদ্র রুহান/রফিক