সারা বাংলা

‘মুজিববর্ষে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাবে’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, মুজিববর্ষে নানামুখী উন্নয়নের পাশাপাশি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাবে। দেশ শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে। আলোকিত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

শনিবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা কাজিপুরে আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতাকর্মী, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন। এ সময় দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে মোহাম্মদ নাসিম কাজিপুরে নির্মাণাধীন আমেনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, মেডিক‌্যাল ট্রেনিং ইনস্টিটিউট, এফডব্লিউভিটিআই নির্মাণকাজ পরিদর্শন করেন। তিনি উপজেলা সদরে নির্মিত স্বাধীনতা স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং শহীদ এম মনসুর আলীসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সিরাজগঞ্জ/অদিত্য রাসেল/রফিক