সারা বাংলা

বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ, মহাসড়কে যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার ভোর ৫টা থেকে টোল আদায় বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ।

ভোররাত থেকে ঘন কুয়াশার কারণে প্রায় ৪ ঘণ্টা বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ থাকে। ফলে এই যানজটের সৃষ্টি হয়।

এতে করে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সকাল ৯টার দিকে পুনরায় টোল আদায় শুরু করলে যানবাহন চলাচল শুরু করে। সকাল সোয়া ১১টায় মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইল অংশের প্রায় তিন কিলোমিটার এলাকায় যানজট রয়েছে। আকস্মিক সৃষ্ট এ যানজটে চরম ভোগান্তিতে পরেছে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর ইফতেখার রোকন জানান, ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে সেতু কর্তৃপক্ষ দীর্ঘ ৪ ঘণ্টা বঙ্গবন্ধু সেতুতে যানচলাচল বন্ধ রাখেন। তবে বেলা বাড়ার সঙ্গে কুয়াশা কাটতে শুরু করে। পরে সকাল ৯টার দিকে আবার টোল আদায় শুরু হয়।

এখনও টাঙ্গাইল অংশের প্রায় ৩ কিলোমিটার মহাসড়কে যানজট রয়েছে। তবে টোল আদায় অব্যাহত থাকলে অল্প সময়ের মধ্যেই সৃষ্ট যানজট স্বাভাবিক হবে। 

 

সিফাত/বুলাকী