সারা বাংলা

দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

রাঙ্গামাটিতে দুর্বৃত্তদের গুলিতে সুমন চাকমা ওরফে অক্টোবর (৩০) নামে এক ইউপিডিএফ এর কর্মী নিহত হয়েছেন।

বুধবার সকালে রাঙ্গামাটি সদরের বন্ধুকভাঙা ইউনিয়নের দুর্গম বোয়ালছড়িতে এ ঘটনা ঘটে।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই সময় বাবুছ চাকমা ওরফে অর্পণ নামে আরো এক ইউপিডিএফ কর্মীকে অপহরণ হয়েছে।

স্থানীয়রা বুধবার সকালে বন্ধুকভাঙা ইউনিয়নের দুর্গম এলাকায় দুপক্ষের গোলাগুলির শব্দ শুনতে পায়। পরে ওই এলাকায় গুলিবিদ্ধ এক লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

ওসি ওসি জাহেদুল হক রনি জানান, জায়গাটি দুর্গম ও একেবারে বরকল উপজেলা সীমান্তের সঙ্গে লাগানো। তাই লাশটি উদ্ধারে বরকল থানার পুলিশ কাজ করছে। লাশ উদ্ধার হলে বিস্তারিত জানা যাবে।

এদিকে ঘটনার পরপরই ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর রাঙ্গামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা এক বিবৃতি জানান। বিবৃতিতে তিনি ইউপিডিএফ সদস্য সুমন চাকমা হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এবং সুমন চাকমার খুনীদের বিচারের আওতায় আনার এবং অপহৃত বাবুছ চাকমাকে নিঃশর্ত মুক্তির দাবি জানান। বিজয়/বুলাকী