সারা বাংলা

২১ কিমি দৌড়ে ভাষা শহীদদের স্মরণ

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে মৌলভীবাজার রানার্স ক্লাবের উদ্যোগ ২১ কিলোমিটার পথ দৌড়ালেন মৌলভীবাজারের আটজন দৌড়বিদ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৭টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে থেকে তারা শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশে দৌড় শুরু করেন। মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি তাদের বিদায় জানান। দৌড়বিদ হলেন- ইমন আহমেদ, রাজীব দে অনিক, নাহিদ ইসলাম মিথুন, কলি রায়, আকবর আলী, আব্দুর রহমান ইমন, জাফর আলম জয় ও হাসান আহমেদ রাতুল।

সাড়ে ৩ ঘণ্টায় তারা ২১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শ্রীমঙ্গল জিরো পয়েন্টে পৌঁছান। রানার্স কমিউনিটি শ্রীমঙ্গলের সদস্যরা তাদের অভ্যর্থনা জানান।

মৌলভীবাজার রানার্স ক্লাবের এডমিন ইমন আহমেদ জানান, দৌড় হলো সুস্থ সবল শরীরের জন্য অত্যাবশ্যক ব্যাপার। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানিয়ে তাদের এই ব্যতিক্রমী আয়োজন।

 

সাইফুল্লাহ/বকুল