সারা বাংলা

নীলগাইটি এখন বঙ্গবন্ধু সাফারী পার্কে

চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর থেকে উদ্ধার হওয়া বিলুপ্তপ্রায় প্রাণী নীলগাইটি গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে হস্তান্তর করা হয়েছে।

শনিবার সকালে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ নীলগাইটি সাফারী পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান বলেন, সকাল পৌনে ৮টার দিকে ফরেস্টার মো.  আশরাফুল আলম নীলগাইটি হস্তাস্তর করেন। এটি মাদি। এর মাথায়, চোখের উপরে, শরীরের বিভিন্নস্থানে ক্ষত রয়েছে। পার্কের বিশেষ পর্যবেক্ষণকেন্দ্রে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। শারীরিক অবস্থা স্বাভাবিক হলে পার্কের বেষ্টনীতে দর্শনাথীদের জন্য মুক্ত করে দেয়া হবে।

তিনি আরো জানান, সাফারী পার্কে নীলগাই এটিই প্রথম। দেশে আগে নীলগাই দেখা গেলেও বর্তমানে তা বিলুপ্তপ্রায়।

শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্ত এলাকা থেকে নীলগাইটি স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বিজিবির সদস্যরা। গাজীপুর/হাসমত আলী/বকুল