সারা বাংলা

চিকিৎসা সেবা ও ওষুধ পেলেন দুর্গম পানছড়ির বাসিন্দারা

চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের দুর্গম পানছড়ি আশ্রয়ণের ৮০০ বাসিন্দা বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেলেন।

রোটারি ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের আয়োজনে শনিবার সারাদিন পানছড়ির কালিনগর স্কুলে প্রাঙ্গণে ডা. মো. জমির আলী, ডা. সৌরভ বিশ্বাস, ডা. জেনিয়া সিকদার, ডা. মোঃ শাকিল, ডা. মুখলিছুর রহমান উজ্জল, ডা. শওরিন কৈরী, ডা. জিএম মঈনুদ্দিন এই চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন।

ফ্রি মেডিক্যাল ক্যাম্প এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রোটারিয়ান শরীফ উল্লাহ, রোটারিয়ান মো. তোকাম্মল হোসেন কামাল, রোটারিয়ান ডা. মো. জমির আলী, রোটারিয়ান মো. শাহজাহান, রোটারিয়ান মো. রফিকুল বারী মামুন, রোটারিয়ান মো. নজরুল হোসেন, রোটারিয়ান মো. হাফিজুর রহমান, রোটারিয়ান মিঠু রায়, রোটারিয়ান মঈনুল ইসলাম চৌধুরী টিপু, রোটারিয়ান শেখ মো. আব্দুল্লাহ মোশাহীদ, রোটারিয়ান কবি তাহমিনা বেগম গিনি, রোটারিয়ান সৈয়দ নজরুল হাসান, রোটারিয়ান শিউলী রাণী দাস, রোটারিয়ান জাহানারা আক্তার বিউটি, উদয়ন যুব সমবায় সমিতির সভাপতি আবুল কালাম চৌধুরী এখলাছ, সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, নির্বাহী সদস্য শাহরাজ আহমেদ, আব্দুল ওয়াহেদ বাচ্চু, হাবিবুর রহমান শামীম ও স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের সভাপতি রোটারিয়ান অ্যাডভোকেট সুদীপ কান্তি বিশ্বাস। পরিচালনা করেন রোটারিয়ান জাহিদুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিল ডেউয়াতলীর উদয়ন যুব সমবায় সমিতি।

এর আগে এ ধরণের চিকিৎসা সেবা পাননি আশ্রয়ণবাসী। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।  মামুন চৌধুরী/টিপু