সারা বাংলা

যশোরে নকল ঔষধ বিক্রি করায় ২ জন গ্রেপ্তার

যশোরের চৌগাছা উপজেলায় নকল ঔষধ বিক্রির অভিযোগে দুই ফার্মেসির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় চৌগাছা শহরে অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আগামীকাল সোমবার তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব।

গ্রেপ্তার বিল্লাল হোসেন (৩৫) উপজেলার সিংহঝুলি গ্রামের ইয়াকুব আলী খানের ও তুহিন হোসেন (৩৫) চাঁদপাড়া গ্রামের মৃত-ফয়েজ উদ্দিন বিশ্বাসের ছেলে। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

ওসি রিফাত খান রাজীব জানান, শহরের ‘খান ফার্মেসি’ ও ‘মা ফার্মেসি’তে নামকরা একটি কোম্পানির নামে নকল ঔষধ বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় মালিকদের আটক করা হয়। পরে পুলিশি জিজ্ঞাসাবাদে তারা নকল ঔষধ বিক্রির কথা স্বীকার করেন।

 

রিটন/বকুল