সারা বাংলা

মুক্তিযুদ্ধ সময়ের মাইন উদ্ধার

দিনাজপুরের হিলিতে বাড়ির ভিত্তিপ্রস্তর খনন কাজের সময় মাটির নিচে থাকা এক মাইন উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ।

রোবাবারে উপজেলার বোয়ালদাড়ের পুর্বপাড়া এলাকা থেকে মাইনটি উদ্ধার করা হয়।

মাইনটি মুক্তিযুদ্ধের সময় পাকিস্থানী হানাদার বাহিনী ফেলে গিয়েছিল বলে ধারণা করছে পুলিশ।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রাজ্জাক আকন্দ রাইজিংবিড়িকে জানান, বিকেলে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে এক নতুন বাড়ি নির্মাণের কাজ করার সময় মাটি খুঁড়তে গিয়ে মাটির নিচে থাকা ধাতব এক বস্তু দেখতে পায় শ্রমিকরা। বোমা সদৃশ্য দেখে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

মোসলেম/বুলাকী