সারা বাংলা

ইজ্জতপুরে ট্রেন আটকে রেখে মানববন্ধন

গাজীপুরে শ্রীপুর উপজেলার ইজ্জতপুরে ফের স্টেশন চালু, ট্রেনের যাত্রা বিরতির দাবিতে ট্রেন আটকে রেখে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে প্রায় ঘ‌ণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং পার্শ্ববর্তী দুটি স্টেশনে দুটি ট্রেন আটকা পড়ে।

শ্রীপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার হারুন অর রশীদ এবং জয়দেবপুর জংশন ফাঁড়ির এসআই মান্নান জানান, শ্রীপুরের ইজ্জতপুর স্টেশনটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এ স্টেশনে ঢাকাগামী শুধুমাত্র ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি স্টপেজ দেয়। স্টেশনটি পুনরায় চালু এবং অন্যান্য ট্রেনের যাত্রা বিরতির দাবিতে সকালে ভাওয়াল এক্সপ্রেস ট্রেন আটকে মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে সাড়ে ১০টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

স্টেশন মাস্টার হারুন অর রশীদ জানান, এসময় শ্রীপুর স্টেশনে ঢাকাগামী জামালপুর এক্সপ্রেস, রাজেন্দ্রপুর স্টেশনে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।

 

গাজীপুর/হাসমত/বুলাকী/টিপু