সারা বাংলা

দু’ বছরের মধ্যে নগরবাড়ী নৌবন্দর চালুর আশাবাদ

পাবনার নগরবাড়ীতে নৌবন্দর পুনঃনির্মাণকাজ শুরু হয়েছে। নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বৃহস্পতিবার বিকেলে নির্মাণকাজের উদ্বোধন করে আগামী দুই বছরের মধ্যে এটি চালুর আশাবাদ ব্যক্ত করেছেন। 

তিনি বলেন, বন্দরটি চালু হলে উত্তর-দক্ষিণাঞ্চলের সব জেলার মানুষের জীবনমানের উন্নয়ন হবে। উত্তরবঙ্গের ১৬ জেলার সিংহদ্বার ছিল যে নগরবাড়ী ঘাট, সেখানে আবার প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।   

বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানায়, আরিচা নদীবন্দরের আওতায় ১৯৮৩ সালে নগরবাড়ী ঘাটের কার্যক্রম শুরু হয়। আওয়ামী লীগ সরকারের আমলে এটিকে পুর্ণাঙ্গ নদীবন্দরে রুপ দেয়ার উদ্যোগ নেয়া হয়। এরই অংশ হিসেবে অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে ৫১৩ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে প্রয়োজনীয় সুবিধাদিসহ নদীবন্দর নির্মাণ হচ্ছে। ২০২১ সালের ৩০ জুন এ প্রকল্পের কাজ শেষ হবে।

এটি ঐতিহ্যবাহী ঘাট। দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় মালামাল বিতরণের অন্যতম প্রধান কেন্দ্র এটি। এ ঘাটে মূলত সার, সিমেন্ট, পাথর, বালু, কয়লা, খাদ্য সামগ্রী এবং অন্যান্য বাল্ক (খোলা) সামগ্রী ওঠানামা হয়ে থাকে। শাহীন/বকুল