সারা বাংলা

শিবিরের হামলায় আহত ছাত্রলীগকর্মীর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ছাত্রশিবিরের হামলায় আহত হওয়া ছাত্রলীগকর্মী রাকিবুল ইসলাম রাকিব (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। রাকিবুল ইসলাম আমানউল্লাপুর গ্রামের সফিউল্লার ছেলে।

ছাত্রশিবিরের হামলায় আহত হওয়া ছাত্রলীগের অপর তিন কর্মী নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে আমানউল্লাহপুর বাজারের একটি চায়ের দোকানে ছাত্রলীগকর্মী হাবিব, রনি, মনু, রায়হান, রাকিব আড্ডা দিচ্ছিলেন। এ সময় ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মী অতর্কিতভাবে তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে শিবিরের নেতাকর্মীরা দোকানে ঢ়ুকে ছাত্রলীগকর্মীদের কুপিয়ে আহত করেন।

হামলাকারীরা চলে গেলে স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে রায়হান ও রাকিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে রাকিব মারা যান।

বেগমগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী বলেছেন, হামলার ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। অপর হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। নোয়াখালী/মাওলা সুজন/রফিক