সারা বাংলা

‘মোদিকে সর্বোচ্চ সম্মান জানাবে বাংলাদেশ’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ আমন্ত্রিত অতিথিদের সর্বোচ্চ সম্মান জানাবে সরকার।’

মঙ্গলবার (৩ মার্চ) সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের আটটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি দিল্লিতে সহিংসতার পর থেকে মুজিববর্ষের অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণের বিষয়ে আপত্তি জানিয়ে আসছে দেশের বামপন্থী ও ইসলামী দলগুলো। এ নিয়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে।

এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক দেশে সবার মতামত জানানোর অধিকার আছে। তবে বন্ধু রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মান জানাবে সরকার। বাঙালি বরাবরই অতিথিপরায়ণ। তাই অতিথিকে সম্মান জানাবে এ দেশের সাধারণ মানুষ।’

খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আফছর আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ‌্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।

মঙ্গলবার দুপুরে সংক্ষিপ্ত সফরে সিলেটে আসেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামের নতুন ভবনের উদ্বোধন করেন। এছাড়া, একটি পাঁচ তারকা মানের হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। রাতেই বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ছাড়বেন মন্ত্রী। সিলেট/নোমান/রফিক