সারা বাংলা

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ২ চোর গ্রেপ্তার

জামালপুরের সদর উপজেলায় একদল চোর এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার রুহিলী গ্রামে মঙ্গলবার রাতে তাকে হত্যা করা হয়। নিহত শরাফত আলী (৪৫) গরু ব্যবসায়ী ছিলেন। 

নিহতের ভাই আব্দুস সুলতান জানান, রাতের খাবার খেয়ে শরাফত আলী ঘুমিয়ে পড়েন। এলাকায় গরুচোরের উপদ্রব থাকায় তার স্ত্রী সজাগ ছিলেন। ঘরের দরজা খোলা ছিল। চারজন চোর ঘরে ঢুকে শরাফতের স্ত্রী বেলী বেগমকে ধরে নিয়ে মুখে স্কচটেপ লাগিয়ে দেয়।

শরাফত আলীর গায়ের পাঞ্জাবির পকেটে গরুবিক্রির টাকা ছিল। চোরেরা সেই টাকা ছিনিয়ে নেয়ার সময় এক চোরকে জাপটে ধরলে বাকি চোরেরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। তখন শরাফত আলীর স্ত্রী এসে এক চোরকে শাড়ি দিয়ে পেচিয়ে বেঁধে ফেলে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তিন চোর পালিয়ে যায়। আটক চোর কোরবান আলীর বাড়ি ময়মমনসিংহ সদর উপজেলার কুষ্টিয়াচর গ্রামে। ঘটনাস্থলে শরাফত আলীর মৃত্যু হয়। 

সদর থানায় ওসি সালেমুজ্জামান জানান, জনতার হাত থেকে কোরবান আলীকে উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে একই এলাকার সুরুজ আলীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সেলিম/বকুল