সারা বাংলা

কলেজছাত্রী হত্যা: স্বামীর ফাঁসির দাবিতে মানববন্ধন

ডিগ্রির ছাত্রী মোছা. শামসুন্নাহারের আত্মস্বীকৃত হত্যাকারী স্বামী জামিল মিয়ার ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন জামালপুরের আশেক মাহমুদ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বুধবার দুপুর ১২টার দিকে কলেজ প্রাঙ্গণে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, উপাধ্যক্ষ হারুণ-অর-রশিদ, শিক্ষক সংসদের সম্পাদক মো. আব্দুল হাই আলহাদী, কলেজ ছাত্রলীগের আহ্বায়ক খাবিরুল ইসলাম বাবু, যুগ্ম আহ্বায়ক তারিফ হোসেন বাবু প্রমুখ।

বক্তারা বলেন, শামসুন্নাহারের স্বামী মো. জামিল মিয়া (৩০) যৌতুকের জন্য তাকে প্রায়ই মারধর করতেন। শামসুন্নাহার তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত ১ মার্চ রাতে তাকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করেন তার স্বামী। হত্যার কথা জামিল স্বীকার করেছেন। মানববন্ধন থেকে জামিল মিয়ার ফাঁসির দাবি করা হয়।

নিহত শামসুন্নাহার (২১) জামালপুরের মেলান্দহ উপজেলার চরপলিশা মধ্যপাড়া গ্রামে মো. আব্দুস সালামের মেয়ে। তার স্বামী একই উপজেলার বাঘাডোবা গ্রামের মো. শাহজাহানের ছেলে।

হত্যার ঘটনায় শামসুন্নাহারের ভাই মো. আব্দুল্লাহ বাদী হয়ে ঢাকার আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। সেলিম/বকুল