সারা বাংলা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কুড়িগ্রামে উলিপুরে ১২ জন ও রাজারহাটে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন কুড়িগ্রামের পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।

গ্রেপ্তাররা হলেন—  মো. মফিজল হক, মো. সাইদুর রহমান, মো. শাহজাহান আলী, মো. আব্দুল কাদের, মো. আব্দুর রহিম, মো. ইসাহাক আলী, মো. ইসমাইল হোসেন, মো. আকবর আলী, মো. ওসমান আলী, মো. সোলায়মান আলী, মো. নুরুল ইসলাম ও মো. আব্দুর রহমান। এদের সবার বাড়ি উলিপুরে।

অন্যদিকে, জেলার রাজারহাটের উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি গ্রামের মকবুল হোসেন।

পুলিশ সুপার জানান, কুড়িগ্রামের উলিপুর ও রাজারহাট থেকে এই ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আইসিটি বিডি মিসকেস ১/২০২০ এর প্রেক্ষিতে গ্রেপ্তারদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। সৈকত/বুলাকী