সারা বাংলা

না.গঞ্জে করোনা আক্রান্ত সন্দেহে ৫ জন কোয়ারেন্টাইনে

নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত দুইজনের সংস্পর্শে আসা পাঁচ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানিয়েছেন, নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত দুইজনের সংস্পর্শে আসায় একজন চীনা নাগরিকসহ পাঁচজনকে কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে সন্দেহভাজনদের নিজ বাড়িতেই বিশেষ ব্যবস্থায় রেখে নমুনা সংগ্রহ করে পর্যবেক্ষণ করা হচ্ছে। তারা করোনা ভাইরাসে আক্রান্ত কিনা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি জানান, করোনা ভাইরাসে আক্রান্ত দুইজন রোগী শনাক্তের পর এর সংক্রমন ঠেকাতে আন্তঃমন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসক জসিম উদ্দিনকে সভাপতি এবং জেলা সিভিল সার্জনকে সদস্য সচিব করে জেলা মাল্টিসেক্টরাল একটি কমিটিও গঠন করা হয়েছে।

এছাড়া নারায়ণগঞ্জে কোয়ান্টারাইনের জন্য জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিটি সরকারি হাসপাতালে পাঁচ শয্যাবিশিষ্ট একটি করে আলাদা কক্ষ প্রস্তুত রাখা হয়েছে।

একই সাথে করোনা আক্রান্ত কিংবা সন্দেহজনক ব্যক্তিদের চিকিৎসা প্রদানে শহরের পুরাতন কোর্ট এলাকায় নির্মিত চীফ জুডিশিয়াল ভবনে ৫০ শয্যাবিশিষ্ট একটি অস্থায়ী হাসপাতালসহ একটি স্বার্বক্ষণিক এ্যাম্বোলেন্স প্রস্তুত রাখার কথাও জানান তিনি।

পাশাপাশি জনগণকে আতংকিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। হাসান উল রাকিব/নাসিম