সারা বাংলা

পঞ্চগড় আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামীপন্থিরা সংখ্যাগরিষ্ঠ

পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছেন। ১১টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়টি পদেই জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। সহ-সভাপতিসহ পাঁচ পদে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা।

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট অখিল চন্দ্র বর্মন।

তিনি জানান, নির্বাচনে ১৭৭ জন ভোটারের মধ্যে ১৭৪ জন ভোট দিয়েছেন।

১২১ ভোট পেয়ে সভাপতি হয়েছেন অ‌্যাডভোকেট আমিনুর রহমান। ৪৬ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মির্জা আমিরুল ইসলাম।

৮৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন অ‌্যাডভোকেট ফজলুল হক। ৮০ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল বারী।

আওয়ামী লীগ সমর্থিতদের মধ্যে আরো বিজয়ী হয়েছেন— লাইব্রেরি সম্পাদক পদে হুমায়ুন কবির বিপ্লব, লিগ্যাল এইড সম্পাদক পদে জালাল উদ্দীন আহাম্মদ এবং কার্যনির্বাহী সদস্য পদে মুহাম্মদ কামরুজ্জামান ও মকবুল হোসেন।

অপরদিকে, বিএনপি সমর্থিতদের মধ্যে বিজয়ী হয়েছেন—সহ-সভাপতি পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) গোলাম রব্বানী, সহ-সাধারণ সম্পাদক পদে আবু সায়েদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে খায়রুল আলম এবং কার্যনির্বাহী সদস্য পদে আনছারুল ইসলাম হিমু ও হাবিব আল আমিন ফেরদৌস। পঞ্চগড়/নাঈম/রফিক