সারা বাংলা

আশুলিয়ায় জামায়াতনেতার বিরুদ্ধে মানববন্ধন

সাভারের আশুলিয়ায় ভূমিদস্যুতা, জবরদখল ও ভীতি প্রদর্শনসহ নানা অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে আশুলিয়ার কুঁরগাও-নবীনগর শাখা সড়কে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, বিএনপি-জামায়াত সরকারের আমলে কুঁরগাও এলাকার জামায়াতনেতা হাবিবুর রহমান সাধারণ মানুষদের ওপর নানা অত্যাচার চালাতেন। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় নাশকতা ও জবরদখলের অভিযোগে মামলা করা হয়। এরপরও এলাকায় অনেকের জমি জবরদখল করে ভোগ করছেন হাবিবুর ও তার লোকজন। কেউ প্রতিবাদ করলে তিনি হুমকি দেওয়াসহ নানাভাবে হয়রানি করেন।

হাবিবুর রহমানকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কুঁরগাওয়ের বাসিন্দা শিরিন আক্তার জানান, অনেক আগে কুঁরগাও এলাকায় ১৩ শতক জমি কনেন তিনি। ওই জায়গা দখল করেন হাবিবুর ও তার সমর্থক মোজাম্মেল। অনেক জায়গায় অভিযোগ জানিয়েও কোনো সুরাহা পাননি তিনি। সাভার/সাব্বির/রফিক