সারা বাংলা

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের আট যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কাকডাঙ্গা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

ফকিরহাট থানার ভা্রপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আনাম জানান, ঢাকা থেকে রডবোঝাই ট্রাক খুলনার দিকে যাচ্ছিল। কাকডাঙ্গা এলাকায় ঢাকামুখী রাজীব পরিবহণের যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যায়। 

নিহতরা সকলে বাসের যাত্রী। তাদের তিনজন নারী, একটি শিশু এবং দুইজন পুরুষ। আহতদের ১৬ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের  ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কয়েকজনের অবস্থা গুরুতর। 

খাইরুল আনাম জানান, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনা কবলিত যান দুটি সরিয়ে নেওয়ার পর বিকেল ৬টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

 

টুটুল/বকুল