সারা বাংলা

সিলেটে হোম কোয়ারেন্টাইনে ২৮৯ জন

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত কি না তা নিশ্চিত হতে সিলেটে ২৮৯ জনকে সঙ্গনিরোধে (হোম কোয়ারেন্টাইন) রাখা হয়েছে।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে জানান, ''সিলেটের যে ২৮৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাদের বেশিরভাগই প্রবাসী ও তাদের স্বজন।"

তাদের ব্যাপারে প্রশাসন নজরদারি রাখছে। কেউ কোয়ারেন্টাইনে না থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এদিকে সিলেট শহীদ শামছুদ্দিন সদর হাসপাতালের আইসলেশন ওয়ার্ডে লন্ডন প্রবাসী এক নারী ভর্তি রয়েছেন। তবে সেখানে কোয়ারেন্টাইনে অপর দু'জনকে ছাড়পত্র দেয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুশান্ত কুমার মহাপাত্র। আব্দুল্লাহ আল নোমান/নাসিম