সারা বাংলা

সাতক্ষীরায় ২৯ কেজি রুপার গহনা জব্দ

সাতক্ষীরায় ২৯ কেজি ২৫০ গ্রাম রুপার গহনা ও একটি মোটরসাইকেল জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (১৮ মার্চ) সকালে কলারোয়া উপজেলার চান্দুড়িয়া সীমান্তের কাঁদপুর থেকে এসব ভারতীয় পণ‌্য জব্দ করা হয়। তবে, এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।

জব্দ করা রুপার গহনা ও মোটর সাইকেলের দাম ১৯ লাখ ৮৮ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, ভারত থেকে রুপার একটি বড় চালান চান্দুড়িয়া সীমান্ত দিয়ে আনা হচ্ছে, গোপনে এমন সংবাদ পেয়ে চান্দুড়িয়া বিওপির কমান্ডার মাহবুব আলমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে এক চোরকারবারি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলে থাকা একটি ব্যাগ থেকে ২৯ কেজি ২৫০ গ্রাম রুপার গহনা জব্দ করা হয়।

সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন‌্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, জব্দ করা রুপার গহনাগুলো ট্রেজারিতে জমা রাখা হয়েছে।

 

সাতক্ষীরা/শাহীন/রফিক