সারা বাংলা

কোয়ারেন্টাইন অমান্য করে রেললাইনে ঘোরাফেরা করায়...

কিশোরগঞ্জের ভৈরবে কোয়ারেন্টাইন বিধি অমান্য করে রেললাইনে ঘোরাফেরা করায় মো. আকরাম নামে এক ইতালী প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) রাতে ভৈরবের ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার হিমাদ্রী খীসা এই আদালত পরিচালনা করেন।

মো. আকরাম ভৈরবের শম্ভুপুর ইতালিপাড়ার মৃত মতিউর রহমানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিমাদ্রী খীসা জানান, মো. আকরাম ১৪ দিনের সঙ্গনিরোধ নিয়ম অমান্য করে রেললাইনে ঘোরাফেরা করছিলেন। ঘটনাস্থলে গিয়ে তাকে পাওয়া যাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

করোনাভাইরাস প্রতিরোধে ‘হোম কোয়ারেন্টাইনে’ অবস্থানের নির্দেশনা অনুযায়ী, বিদেশ ফেরত প্রবাসীদেরকে তাদের নিজস্ব বাড়িতে ‘হোম কোয়ারেন্টাইনে’ ১৪ দিন থাকতে হবে। এই ১৪ দিন তারা একটি আলাদা কক্ষে আলাদা বসবাস করবেন।

এই সময়ে তারা হাট-বাজারে ঘোরাফেরাসহ স্বাভাবিক চলাফেরা থেকে বিরত থাকবেন। এমনকি বাড়ির আঙিনায়ও চলাচল নিষিদ্ধ রয়েছে। কিন্তু তাদের অনেকেই এই নির্দেশনা মানছিলেন না। এ রকম পরিস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। রুমন/বুলাকী