সারা বাংলা

কুড়িগ্রামে পরিত্যক্ত বাসে আগুন

কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনালে নিউ বোরাক পরিবহনের একটি পরিত‌্যক্ত বাসে অগ্নিকাণ্ড ঘটেছে।

শুক্রবার (২০ মার্চ) জুমার নামাজের সময় টার্মিনালের দেয়াল ঘেঁষে থাকা ওই বাসের ভেতরে হঠাৎ আগুন জ্বলে ওঠে। টার্মিনালের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নেভান।

বাসটির সব আসন পুড়ে গেছে। কীভাবে ওই বাসে আগুনের সূত্রপাত হয়েছে, তা জানা যায়নি।

বাস টার্মিনালে কর্মরত একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, নিউ বোরাক পরিবহনের বাসটি এক বছর ধরে টার্মিনালে পড়ে আছে। বাসটির মালিকের বাড়ি ঢাকায়। তবে তার পরিচয় কেউ জানাতে পারেননি।

কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনালের চেইন মাস্টার আইনুল হক জানিয়েছেন, বাসটি এখানে প্রায় ১ বছর ধরে পড়ে আছে। বাসটির মালিকের বাড়ি ঢাকায়। কিন্তু তার নাম জানা নেই। শুনেছি, তিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে বাসটি কিনেছিলেন। ঋণ পরিশোধ করতে না পারায় বাসটি এখানে এনে রেখেছে। আগুন কীভাবে ধরেছে, তা জানা নেই।

কুড়িগ্রাম জেলা মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন বলেন, বাসের মালিকের নাম জানি না। বাসটির দরজা-জানালা সব বন্ধ থাকার পরও কীভাবে আগুন লাগল, সেটা বোধগম্য নয়। আমার ধারণা, কেউ হয়তো গোপনে বাসের ভিতর আগুন ফেলে গেছে। তা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। কুড়িগ্রাম/বাদশাহ্‌ সৈকত/রফিক