সারা বাংলা

করোনা সংক্রমণ রোধে বিয়ে বন্ধ করলো প্রশাসন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে অভিযান চালিয়ে একটি বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় উপজেলার তীরনই হাট ইউনিয়নের দৌলতপাড়ার আবু তাহেরের কনের বিয়েতে এঘটনা ঘটে।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাসুদুল হক।

নির্বাহী অফিসার মাসুদুল হক জানান, প্রায় শতাধিক লোকের সমাগম ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন মেয়ের বাবা। এই অনুষ্ঠানে জীবন বিপন্নকারী করোনা ভাইরাস বিস্তারের সম্ভাবনা ছিলো। তাই ভাইরাসটির সংক্রমণ রোধে অভিযান চালিয়ে বিয়ের অনুষ্ঠানটি বন্ধ করা হয়েছে।

এছাড়া, সরকারি আদেশ অমান্য করে বিয়ে অনুষ্ঠানের আয়োজন করায় দায়ে কনের বাবাকে দুইহাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, তেঁতুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক নব কুমার রায়সহ সঙ্গীয় ফোর্স।

 

নাঈম/বুলাকী