সারা বাংলা

গাজীপুরে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দী যুদ্ধাপরাধী মামলার বিচারাধীন আসামি মিজানুর রহমান ওরফে মিন্টুর (৬৭) মৃত্যু হয়েছে। শনিবার রাত সোয়া ৭টার দিকে তার মৃত্যু হয়।

নিহত মিজানুর রহমান মিন্টুর বাড়ি ময়মনসিংহের কোতোয়ালি থানা নওমহল আরকে মিশন রোড এলাকায়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মোঃ বাহারুল ইসলাম জানান, মিজানুর রহমান মিন্টু হূদরোগ ও ডায়াবেটিকসে ভুগছিলেন। আজ সন্ধ্যার দিকে কারাগারের ভেতর প্রচন্ড বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন রয়েছে।

জেলার আরও জানান, ২০১৫ সালের ১০ অক্টোবর  মিজানুর রহমান মিন্টু গ্রেপ্তার হন। পরে একই বছরের ২৪ অক্টোবর তাকে এ কারাগারে পাঠানো হয়। হাসমত আলী/নাসিম