সারা বাংলা

শিশুর শরীরে গরম দুধ ঢেলে ঝলসে দিলো দোকানি

কুড়িগ্রামের রাজারহাটে চা দোকানির ঢেলে দেয়া গরম দুধে ঝলসে গেছে ওই দোকানের এক শিশু কর্মচারীর শরীর।

এঘটনায় গ্রেপ্তার চা দোকানি আতিক মিয়াকে শনিবার কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার।

গ্রেপ্তার চা দোকানি আতিক মিয়া ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

আহত শিশু কর্মচারী পার্শ্ববর্তী মুসরত নাখেন্দা গ্রামের হতদরিদ্র ফুলবাবুর ছেলে নুরনবী (১০)। সে স্থানীয় এক মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি কৃষ্ণ কুমার সরকার জানান, ওই ইউনিয়নের কাশিম বাজারের চা দোকানি আতিক মিয়ার দোকানে প্রতি শুক্রবার টাকার বিনিময়ে কাজ করত নুরনবী।

শুক্রবার দুপুরে আতিক মিয়া শিশুটিকে দ্রুত চা তৈরি করে দিতে বলেন। শিশুটি চা তৈরি করতে দেরি করায় আতিক রেগে গিয়ে শিশুটির শরীরে গরম দুধ ঢেলে দেন। এতে করে শিশুটির ঘাড়, পিঠ ও নিম্নাংশ ঝলসে যায়। পরে শিশুর অভিভাবকরা তাকে কুড়িগ্রাম সরকারি হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সময় লোকজন রাজারহাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ আতিক মিয়াকে গ্রেপ্তার করে। পরে শুক্রবার রাতে নুরনবীর বাবা ফুলবাবু বাদী হয়ে রাজারহাট থানায় মামলা দায়ের করেন। শনিবার আসামিকে কারাগারে পাঠানো হয়।

 

বাদশাহ্/বুলাকী