সারা বাংলা

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতে জরুরি অবস্থার কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

রোববার (২২ মার্চ) সকাল থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানিরি সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

হিলি পানামা পোর্ট লিংকের সহকারী ব্যবস্থাপক অশিক কুমার শ্যানাল রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতে জরুরি অবস্থার কারণে রোববার (২২ মার্চ) সকাল থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ করা হয়েছে। তবে আগামীকাল সোমবার (২৩ মার্চ) সকাল থেকে যথা নিয়মে বন্দরের আমদানি-রপ্তানির কার্যক্রম স্বাভাবিক হওয়ার সম্ভবনা রয়েছে।

তিনি আরও জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি বন্দরে অভ্যন্তরীণ সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। দেশি ট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাচ্ছে।

এদিকে, হিলি ইমিগ্রেশন পুলিশ অফিসার ইনচার্জ সেকেন্দার আলী রাইজিংবিডিকে জানান, রোববার ভারতে জরুরি অবস্থা জারির জন্য হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। পাশাপাশি এই অবস্থার কারণে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছে ভারত সরকার।

 

মোসলেম/বুলাকী