সারা বাংলা

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় পেট্রোল ঢেলে আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গার্মেন্টসের এক নারী কর্মীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে এক প্রাইভেটকার চালক।

এসময় স্থানীয় লোকজন এগিয়ে এলে নুর ইসলাম নামের ওই প্রাইভেটকার চালক দ্রুত পালিয়ে যায়।

পরে আশেপাশের লোকজন পানি ঢেলে আগুন নিভিয়ে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যায়।

রোববার (২২ মার্চ) রাত সাড়ে ৯ টায় ফতুল্লার দাপা ইদ্রাকপুর পাইলট স্কুলের সামনে এঘটনা ঘটে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এএসআই তারেক আজিজ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, নুর ইসলাম নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলীর প্রাইভেটকারের চালক।  দূর সম্পর্কের শ্যালিকার সূত্র ধরে এই গার্মেন্টস কর্মীকে দীর্ঘদিন যাবত নুর ইসলাম কু-প্রস্তাব দিয়ে আসছিল। এরমধ্যে নূর ইসলামের স্ত্রী গার্মেন্টস কর্মীকে মারধর করে এলাকা ছাড়ার হুমকি দেয়। ভয়ে তিনি তার পরিবারের লোকজনদের বিষয়টি জানান এবং থানায় অভিযোগ করার সিদ্ধান্ত নেন। বিষয়টি জানতে পেরে রোববার রাতে গার্মেন্টস থেকে বাসায় ফেরার পথে ইদ্রাকপুর এলাকায় তার পথরোধ করে নুর ইসলাম। এসময় কিছু না বলেই বোতল থেকে পেট্রোল ঢেলে শরীরে আগুন ধরিয়ে দেয়। তার চিৎকারে লোকজন ছুটে আসলে নুর ইসলাম পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। নারায়ণগঞ্জ/রাকিব/টিপু