সারা বাংলা

সিরাজগঞ্জে ট্রেন চলাচল স্বাভাবিক

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন এলাকায় পণ্যবাহী ট্রেনের লাইনচ্যুত দুটি বগি ৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এর পরপরই উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে বগি উদ্ধারের পর সিরাজগঞ্জ এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের মাস্টার ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের কাছে পণ্যবাহী ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা ও উত্তরাঞ্চলের মধ‌্যকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের প্রকৌশলী-২ আব্দুর রহিম জানিয়েছেন, ঈশ্বরদী থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে যাচ্ছিল পণ্যবাহী ট্রেনটি। সকাল ৮টার দিকে ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই স্টেশনের লুপ লাইনসহ তিনটি লাইন লক হয়ে যায়। এতে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধারে কার্যক্রম শুরু করে। প্রায় ৬ ঘণ্টা চেষ্টার পর বগি দুটি উদ্ধার করে সরিয়ে রাখার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সিরাজগঞ্জ/অদিত্য রাসেল/রফিক