সারা বাংলা

হবিগঞ্জের বিচারক করোনা আক্রান্ত নন

উপসর্গ দেখে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা-  সেই আতঙ্কে ভুগছিলেন হবিগঞ্জের এক বিচারক। পরে ঢাকার জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে  (আইইডিসিআর) নমুনা পাঠানো হয়। সেখানকার রিপোর্টে বলা হয়েছে, তার শরীরে  করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।

বুধবার সকালে জেলা সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন বিচারক কাঁশিতে আক্রান্ত হন। এতে তিনি অস্বস্তিবোধ করছিলেন। তাই করোনাভাইরাস পরীক্ষার জন্য সোমবার ঢাকায় নমুনা পাঠানো হয়। মঙ্গলবার তার পরীক্ষার রিপোর্ট হাতে আসে।

সিভিল সার্জন বলেন, জেলা থেকে নমুনা পাঠানো অন্য দুইজনের রিপোর্ট এখনো হাতে পৌঁছায়নি। তাদের রিপোর্ট আজ (বুধবার) পাওয়া যাবে।

 

মামুন/বকুল