সারা বাংলা

করোনা সন্দেহে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট আইসোলেশনে

দিনাজপুরের বিরামপুরে করোনা সন্দেহে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টকে আইসোলেশনে ভর্তি করানো হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঐ মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টকে ভর্তি করানো হয়। তার পরিবারকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে।

রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মো. সোলায়মান মেহেদী।

তিনি জানান, মঙ্গলবার দুপুরে ওই মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টকে হঠাৎ গলা ব্যাথা, জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আইসোলেশনে ভর্তি করানো হয়। এর আগের দিন আট বছরের একটি শিশুকে একই রকম অসুস্থতা নিয়ে আইসোলেশনে ভর্তি করানো হয়। এ নিয়ে বিরামপুরে এক শিশুসহ দুজন আইসোলেশনে ভর্তি হলেন।

আইসোলেশনে থাকা দুই রোগীর নমুনা সংগ্রহ করে রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিআর বিভাগে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

মোসলেম/বুলাকী