সারা বাংলা

১১ পরিবারের সবাই হোম কোয়ারেন্টাইনে

নীলফামারীতে এক যুবকের মাঝে করোনা ভাইরাসের কিছু উপসর্গ দেখা দেওয়ায় ওই এলাকার ১১ বাড়ির সকল সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পরিমল সরকার এ নির্দেশ দেন।

এলাকাবাসীর বরাত দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল সরকার জানান, জেলার সৈয়দপুরের বাঁশবাড়ীর ওই গ্রামের ৩৫ বছর বয়সের এক যুবক ঢাকায় চাকরি করতেন। সম্প্রতি তিনি সেখান থেকে বাড়িতে এসে সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হন।

মঙ্গলবার দুপুর থেকে তার শ্বাসকষ্ট দেখা দিলে বিকেল ৪টার দিকে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর এলাকায় করোনাভাইরাসের শঙ্কা ছড়িয়ে পড়ে।

সন্ধ্যায় এ বিষয়টি অবগত হবার পর এলাকার ১১ বাড়ির সব সদস্যকে হোম কোয়রেন্টিনের নির্দেশ দেয়া হয়।

 

সিথুন/বুলাকী