সারা বাংলা

রাজশাহীতে ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে ১৬২

রাজশাহীতে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। তবে গত ২৪ ঘণ্টায় ১৬২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে বুধবার (২৫ মার্চ) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে বিদেশফেরত এসব ব্যক্তিকে শনাক্ত করে কোয়ারেন্টাইনে রাখা হয়।

রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ১১৫ জন, বাঘা উপজেলায় ১০ জন, চারঘাটে ৫ জন, পুঠিয়ায় ৩ জন, দুর্গাপুরে ৫ জন, বাগমারায় ৩ জন, মোহনপুরে ৩ জন, তানোরে ৪ জন, পবায় ৪ জন এবং গোদাগাড়ীতে ১০ জনকে হোম কোয়ারেন্টাইনের রাখা হয়েছে। আগামী ১৪ দিন তারা বাড়িতেই থাকবেন।

তিনি আরও জানান, গত ১ মার্চ থেকে রাজশাহী জেলায় মোট ৫২৮ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায়া আনা হয়েছে। এর মধ্যে ১৪ দিন পূর্ণ হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে ১৩৫ জনকে।

বুধবার মোট হোম কোয়ারেন্টাইনে আছেন ৩৯৩ জন। তারা বাড়ির বাইরে বের হতে পারবেন না। তানজিমুল হক/সনি