সারা বাংলা

নাটোরে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

নাটোরে অধিক খাদ্যপণ্য মজুদের দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ মার্চ) দুপুরে গুরুদাসপুর উপজেলার চাচকৈড় বাজারের পাইকারি ব্যবসায়ী মদন কুণ্ডুকে এ অর্থদণ্ড দেন নাটোর কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল-আরেফিন।

সাইফ-উল-আরেফিন জানান, মদন কুণ্ডু ৫০ টনের অধিক খাদ্যপণ্য মজুদ করেছেন। তার ১৫ টন খাদ্যপণ্য মজুদ করার অনুমোদন আছে। অধিক খাদ্যপণ্য মজুদ করার দায়ে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর ৬(১) ধারা অনুযায়ী তাকে নগদ ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেছেন, বাজারমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও  ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

 

নাটোর/আরিফুল/রফিক